৪নং নিমপাড়া ইউনিয়ন পরিষদ
ডাকঘরঃ নন্দনগাছী, উপজেলাঃ চারঘাট, জেলাঃ রাজশাহী ।
মাসিক সভা সমূহ
সভার তারিখ ঃ ২০/০৯/২০১৩ খ্রিঃ সময়-১০ঘটিকা
সভার স্থান ঃ ইউনিয়ন পরিষদ কার্যালয়
সভার সভাপতি ঃ মো: আব্দুল কুদ্দুস পলাশ, চেয়ারম্যান, ৪নং নিমপাড়া ইউনিয়ন পরিষদ
অদ্যকার ইং ২০/০৯/২০১৩ তারিখ সকাল ১০ঘটিকায় ৪নং নিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মো: আব্দুল কুদ্দুস পলাশ এর সভাপতিত্বে ইউ,পি সকল সদস্য / সদস্যাদের নিয়ে এক বিশেষ অধিবেশন শুরম্ন হয়।
সভার আলোচ্য সূচি নিম্ন রম্নপঃ
1) বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন।
2) ১৩-২০১৪ অর্থ বছরে এ, ডি, পির প্রকল্প গ্রহন ও বাসত্মবায়ন প্রসংগে।
3) বিবিধ
উপস্থিত সদস্যা/সদস্যাদের নামের তালিকাঃ হাজিরা রেজিষ্টারে সংরক্ষিত।
সভাপতি সাহেব সভার আসন গ্রহন করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরম্ন করার জন্য অনুমতি প্রদান করেন। সভার শুরম্নতে সেক্রেটারী সাহেব বিগত সভার কার্য বিবরণী পাঠ করে শুনান। উপস্থিত সকল সদস্য/সদস্যা উক্ত আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত গুলো অনুমোদিত ও গৃহীত হয়।
সভায় ইউ, পি, সদস্য মোঃ জালাল উদ্দীন জানান যে, অত্র ইউনিয়নের ২০১৩-২০১৪অর্থ বছরে উপজেলা পরিষদের............. তারিখের সিদ্ধান্ত মোতাবেক এ, ডি, পির টাকার প্রকল্প দাখিল করার জন্য উপজেলা পরিষদেও নির্দেশ ক্রমে প্রকল্প তালিকা ও কমিটি দাখিল করার অনুরোধ প্রদান করেছেন। উক্ত বিষয়ে আলাপ আলোচনার পর এ, ডি, পির অর্থ দিয়ে ১) মদিনা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মালাল সরবরাহ প্রকল্প গুলি বাসত্মবায়ন করার জন্য সংশিস্নষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভা মুলতবি ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS